প্রতিদিনের খবর

আমের বাজারে গুঠি আমের চাহিদা কেমন এবং এই আম খেতে কতটুকু সুস্বাদু জেনে নিন?

 

  • চাঁপাইনবাবগঞ্জে কয়েকশো জাতের আম রয়েছে তার ভেতরে একটি জাত হল গুঠি আম আবার এই গুটি আমের ভেতরে প্রায় বিশ ধরনের জাত রয়েছে তার মধ্যে বোম্বাই গুটি হল একটি। গুঠি আমের অনেকগুলো জাত থাকায় বোম্বাই গুঠি কে আমরা নাম দিয়েছি গুটি।







  • বোম্বাই গুঠি আম অন্য আমের তুলনায় অনেক বড় তাই বড় ও ওজনের দিক থেকে ফজলি ও আশ্বিনা আমের পরেই এই আমের অবস্থান তাই এই আম মৌসুমের শুরুতে আচার করার জন্য অনেক ভালো ও কার্যকরী হয়ে থাকে। বোম্বাই আমটি গুঠি আমের জাত হওয়ায় এই আমের দাম মধ্যম পর্যায়ে থাকে এই আমের স্বাদ অন্যান্য গুঠি আমের তুলনায় অনেক বেশি। হিমসাগর ও ন্যাঙড়া আমের পরপরই স্বাদের দিক থেকে মনমুগ্ধকর এই বোম্বাই আম

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url