আমের বাজারে ন্যাংড়া আমের চাহিদা কেমন চলুন এই আমের সম্পর্কে জেনে নিই?
- ন্যাংড়া আম মানুষ এই আমের স্বাদের গুনোমানে যতটুকু চেনে তার চাইতে বেশি চিনে এই আমের নামকরণকে এই আমের নাম সকল আমের চাইতে আলাদা ও ইউনিক অনেকটা হাস্যকর তবে নামে হাস্যকর হলেও এই আমের স্বাদ খুবই মনমুগ্ধকর যারা যারা এই আমের স্বাদ গ্রহণ করেছে তারা সকলেই এই আমের প্রশংসা করেছে।
- এই আমের রং সর্বদাই সবুজ ও হলুদ রঙের হয়ে থাকে তাই তাকে দেখে চেনা খুব মুশকিল যে আমটি পাকা না কাঁচা। এই আম পাঁচটা থেকে ছয়টাতে কেজি হয়ে থাকে। ন্যাংড়া আমে প্রচুর পরিমাণে রস থাকে তাই এই আমাকে রসালো আম বলা হয়। আমের মৌসুমে এই আমের স্বাদ গ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।
- এই প্রতিষ্ঠানটি চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজারের সমন্বয় প্রতিষ্ঠিত হয়েছে তাই কানসাট বাজারের দাম অনুযায়ী আপনারা সর্বদাই যে কোন জাতের আম কিনতে পারবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url