প্রতিদিনের খবর

হিমসাগর আম কেন এত জনপ্রিয় এবং কেন আমাদের কেনা উচিত চলুন জেনে নিই

 

হিমসাগর আম সম্পর্কে কিছু তথ্য সমূহ:

ফলের রাজা আম আর আমের রাজা হিমসাগর । আমের মৌসুমে গোপালভোগ আমের পরেই হিমসাগর আম বাজারে পাওয়া যায়। তাই হিমসাগর আম হলো প্রথম শ্রেণীর উৎপাদনকৃত আম। আমের মৌসুম আসলে আমাদের আম খাওয়ার চিন্তাভাবনা মাথায় আসে। আর আমরা প্রথমেই বাজারে উৎপাদনকৃত আম হিসাবে হিমসাগর আমকে বেশি পেয়ে থাকি। তাই হিমসাগর আম মৌসুমীর প্রথমে খাওয়াই অনেক মিষ্টি ও সুস্বাদু লাগে। 

তাছাড়াও হিমসাগর আম অন্যান্য সকল জাতের আমের চাইতে বেশি সুস্বাদু ও মনমুগ্ধকর। হিমসাগর আম সম্পূর্ণ আশ বিহীন এবং হিমসাগর আমে প্রচুর পরিমাণে রস থাকে তাই হিমসাগর আম কে রসালো আমও বলা হয়।



হিমসাগর আমের পরিক্রমন ও বাজার প্রক্রিয়া:

বাজারে হিমসাগর  আমের চাহিদা অনেক বেশি থাকায় কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় হিমসাগর আমের পরিপক্কতা পাওয়ার আগেই বাজারে নিয়ে আসে এবং আমকে পাকিয়ে দ্রুত বাজার জাত করার জন্য ফরমালিন ব্যবহার করছে। যা আমের আসল গুনাগুন ও সাধের ক্ষেত্রে ভারসাম্য নষ্ট করছে এবং এই আমগুলো খাওয়ার পর গ্রাহকরা নতুন নতুন রোগে আক্রান্ত হয়ে পড়ছে তাই সকলের কাছে অনুরোধ সঠিক ভাবে যাচাই করে আম ক্রয় করার।

 আম সরবরাহে আমাদের অবস্থান:

Fruit Fair Mart হলো একটি ফলের ভান্ডার ও বাজার। আপনারা চাইলে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার কানসাট আম বাজারের দাম অনুযায়ী আমাদের কাছ থেকে আম ক্রয় করতে পারেন। আম  আমাদের একটি নিজস্ব পণ্য তাই বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সেবা সমূহের মাধ্যমে আমরা টাটকা ও সম্পূর্ণ ফরমালিন মুক্ত আম সরবরাহ করে থাকি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url