হাড়িভাঙ্গা আম সম্পর্কে বিস্তারিত তথ্যসমূহ
হাড়িভাঙ্গা আম সম্পর্কে বিস্তারিত:
ফলের রাজা আম আর এই আমের কয়েকশো জাতে মধ্যে হাড়িভাঙ্গা হলো একটি অন্যতম জাতের আম। হাড়িভাঙ্গা আমের উৎপাদন বেশি হয়ে থাকে রাজশাহী বিভাগের অঞ্চলগুলোতে যেমন সাতক্ষীরা ও নওগাঁ জেলা তবে হাড়িভাঙ্গা আমের উৎপাদন তুলনামূলকভাবে কম আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে তাছাড়াও রংপুর বিভাগের কিছু অঞ্চলে এই হাড়িভাঙ্গা আমের উৎপাদন হয়ে থাকে।
হাড়িভাঙ্গা আম খেতে কেমন তার সম্পর্কে বিস্তারিত:
হাড়িভাঙ্গা আম মৌসুমীর মাঝামাঝি সময়ে পরিপক্ক হয়ে থাকে। হিমসাগর আমের পরেই রুপালি আমের সাথে সাথে হাড়িভাঙ্গা আম বাজারে পাওয়া যায়। হাড়িভাঙ্গা আম মূলত গুঠি আমের একটি জাত একই রকম দেখতে গুঠি আমের কয়েকটি জাত রয়েছে ।সেগুলোর মধ্যে হাড়িভাঙ্গা আম খেতে অন্যান্য সকল গুঠি আমের তুলনায় বেশি সুস্বাদু ও মনোমুগ্ধকর। তাছাড়াও এই আমটি সম্পূর্ণ আসবিহীন তাই খেতেও অনেক ভালো লাগে। হাড়িভাঙ্গা আম মিষ্টি আমের ভেতরে অন্যতম একটি আম তাই সকলকে এই আমের স্বাদ গ্রহণ করার অনুরোধ রইল।
হাড়িভাঙ্গা আমের পরিক্রমণ ও বাজার প্রক্রিয়া:
বাজারে হাড়িভাঙ্গা আমের জনপ্রিয়তা অনেক বেশি থাকায় কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় হাড়িভাঙ্গা আমের পরিপক্ষতা পাওয়ার আগেই বাজারে নিয়ে আসে এবং এই আমকে পাকিয়ে দ্রুত বাজারজাত করার জন্য ফরমালিন ব্যবহার করছে।
যা আমের আসল গুনাগুন ও স্বাদের ক্ষেত্রে ভারসাম্য নষ্ট করছে এবং এই আমগুলো খাওয়ার পরে গ্রাহকরা নতুন নতুন রোগে আক্রান্ত হয়ে পড়ছে তাই সকলের কাছে অনুরোধ সঠিকভাবে যাচাই করে আম ক্রয় করার
আম সরবরাহে আমাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত:
Fruit Fair Mart হলো একটি ফলের ভান্ডার ও বাজার। আপনারা চাইলে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার কানসাট আম বাজারের দাম অনুযায়ী আমাদের কাছ থেকে আম ক্রয় করতে পারেন। আম আমাদের একটি নিজস্ব পণ্য তাই বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সেবা সমূহের মাধ্যমে আমরা টাটকা ও সম্পূর্ণ ফরমালিন মুক্ত আম সরবরাহ করে থাকি।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url